১ ক্যাম-সাস্টের সাধারণ সদস্যরা ক্যাম-লাইব্রেরির সদস্য বলে বিবেচিত হবে।
২ ক্যাম-সাস্টের বিশেষ সদস্যগণ প্রেসিডেন্ট ও লাইব্রেরিয়ানের অনুমতিক্রমে লাইব্রেরির বই ব্যবহার করতে পারবেন।
৩ বিশেষ সদস্য কারা ?
৩.১ স্কুল ও কলেজ প্রতিনিধিগণ
৩.২ ক্যামসাস্টের সদস্য নয় কিন্তু জ্যোতির্বিজ্ঞানী আগ্রহী এবং ক্যামের শুভাকাঙ্ক্ষী ব্যক্তি। এ ক্ষেত্রে শাবিপ্রবির বাইরের কারো জন্যও এটি প্রযোজ্য হবে।
৪ লাইব্রেরির সদস্যগণের নাম, বিভাগ, রেজি. নং, পূর্ণাঙ্গ ঠিকানা, ইমেইল এবং মোবাইল নং লাইব্রেরিয়ানের নিকট সংরক্ষিত থাকবে।
দুই: বই ধার নেওয়া
১ একজন সদস্য একবারে ১টি বই ধার নিতে পারবেন।
২ জরিমানা বকেয়া পড়লে বই সরবরাহ বন্ধ রাখা হবে।
৩ লাইব্রেরী থেকে বই নেয়ার জন্য camsust@gmail.com -এ নিজের নাম, বইয়ের নাম ও CAM-ID উল্লেখ পূর্বক মেইল করতে হবে।
৪ এছাড়া নির্ধারিত দিনে উপস্থিত থেকেও বই নেয়া যাবে।
তিন: বই ফেরত দেওয়া
১ বই নেয়ার ৭ দিনের ভেতরে বই ফেরত দিতে হবে।
২ বই যথাসময়ে হস্তান্তর করতে ব্যর্থ হলে দুই সপ্তাহ পর থেকে প্রতি দিনের জন্য ১০ টাকা করে জরিমানা দিতে হবে।
৩ কোন কারণে বিশ্ববিদ্যালয় টানা ৭ দিন বা তার বেশি বন্ধ থাকলে বন্ধ শুরু হওয়ার ৩ দিন আগে থেকে সকল বই লাইব্রেরিতে জমা দিতে হবে।
৪ বই ফেরতে এক সপ্তাহের বেশি দেরী করলে সঞ্চালক হতে পারবেন না। বিশেষ সদস্যরা ঐ সপ্তাহের জন্য নতুন বই নিতে পারবেন না।
চার: অন্যান্য
১ বইয়ে কোন প্রকার দাগ, অলংকরণ, মন্তব্য, টীকা, টিপ্পনী ইত্যাদি দেওয়া অথবা বইয়ের পৃষ্ঠা/মলাট ছেঁড়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বই হারালে অথবা বইয়ের কোনরূপ ক্ষতি সাধন করলে বই গ্রহণকারী উক্ত বইয়ের একটি নতুন কপি প্রদান অথবা বইয়ে উল্লেখিত মূল্যের দ্বিগুণ মূল্য পরিশোধ করতে বাধ্য থাকবেন।
২ জরিমানা বকেয়া পড়লে বই সরবরাহ বন্ধ রাখা হবে।
৩ লাইব্রেরী থেকে বই নেয়ার জন্য camsust@gmail.com -এ নিজের নাম, বইয়ের নাম ও CAM-ID উল্লেখ পূর্বক মেইল করতে হবে।
৪ দুই মাস অন্তর লাইব্রেরি কার্যক্রম সঞ্চালনের জন্য যে কোনো সাধারণ সদস্য সুযোগ পাবে। সকল বই এবং ম্যাগাজিন সঞ্চালকের কাছে ব্যবস্থাপনার জন্য সংরক্ষিত থাকবে।